ছয়টা যুগেরও বেশী সময় ধরেই রক্তস্নাত
হয়ে চলেছে ফিলিস্তিন ।
অসহায় রিফিউজিদের আশ্রয় দিয়ে নিয়ত
ওদের দ্বারাই হচ্ছে আগ্রাসনের সম্মুখীন ।
বুকের তাজা রক্ত আর হৃদয় ভাঙার অশ্রু
ঝরাচ্ছে প্রতি মুহূর্ত, প্রতিদিন ।
কেউ মরছে কেউবা বিকলাঙ্গ আর নয়তো
কেউ হচ্ছে গৃহহীন স্বজনহীন ।
তদুপরি প্রতিদিন ইসরায়েল নামক সেই
দানবটি বাজিয়ে চলছে মরণ বীন ।
মানবতার ধ্বজাধারী ঐ মুখোশধারী তার
দোসররাও কত যে নিষ্ঠুর হৃদয়হীন...
যারা চেনেন না ওদের, এই ফিলিস্তিনের
ভূমিকায় চিনে নিন ।
এই মুখোশধারী ভদ্রবেশী দানবদের জেনে
তবেই তো মুসলমানের দোষ দিন ।
কুচক্রীরা মুখে বলে গনতন্ত্র কিন্তু আদতে
ওরা মুসলমানদের চায়না স্বাধীন ।
তাদের স্বপ্ন সাধ সামর্থ্য সব করে দিতে
চায় বিলীন ।
আর আমরা হাঁদারামরা নির্লিপ্তভাবে চেয়ে
থেকে শুধু বাড়িয়ে চলছি ঋণ ।
রচনাকালঃ- সন্ধ্যা ৭:১৯টা, বুধবার, ৫ পৌষ ১৪৩০, ২০ ডিসেম্বর ২০২৩, মিরপুর, ঢাকা ।