বিশ্বের সব দেশে দেশে আজ
সভ্যরা যেন ভুলে গিয়ে লাজ
যে অবস্থার করিয়েছে বিরাজ
সে অবস্থা দৃষ্টে- অশান্তির জন্য
মনে হয় যেন দায়ী শুধু এই একটিই নাম !

যার জন্যই এতো যুদ্ধ বিগ্রহ !
কত নিরপরাধীরা হচ্ছে নিগ্রহ !
অবশ্য কারো বা বাড়ছে আগ্রহ,
দিকে দিকে যার প্রতিধ্বনি
সবার মুখে শুনি সেই নাম নাকি ইসলাম !

যেনা ব্যভিচার আকাম কুকাম,
মদ নেশা জুয়ায় মুক্ত ধরাধাম  
সুদ ঘুষ শুকরকে করেছে হারাম
আর তাইতো এর ভোগীরা সব
কৌশলে ইসলাম নামে ছড়াচ্ছে বদনাম ।

নিষিদ্ধ সুদ ও মজুদের বাণিজ্য
দেশ শাসনে চলবে না অনায্য
চাওয়া যাবে না ভিক্ষা সাহায্য
সে কারণেই তো ইসলাম ওদের
কাছে যেন একটি মূর্তমান আতংকের নাম !  

ইসলামের শত্রু নয় কোন ধর্ম
যারা সমর্থন করেও না কুকর্ম
বা যারা বুঝে মানবতারও মর্ম
ইসলামের প্রতিটি বক্তব্যের
তারাই তো দিয়ে যাচ্ছে তার প্রকৃত দাম ।

যে আলোয় মুখোশ হারায় ভণ্ড
বিচারে মৃত্যু দণ্ডে দণ্ডিত পাষণ্ড
লালসার নীল নকশা খণ্ড বিখণ্ড
করে বলেই তো ক্ষুব্ধ ওরা, যা
ধ্বংসে ওরা যে হতে পারে না সফলকাম ।

বাঁধা তার অনৈতিক অর্থনীতিতে
সৌহার্দ্যপূর্ণ আচরণ সম্প্রীতিতে
আপোষ করে না সে মূলনীতিতে
সুবিধাবাদীরা কিছুতেই পেরে
উঠে নাতো ঝরিয়ে অনেক রক্ত ও ঘাম ।

খুব সুনির্দিষ্ট করে সবকিছু বলায়
নিষেধাজ্ঞা দিয়েছে অশ্লীল চলায়
প্রতিবাদ করে যে জিহাদি গলায়
উচিৎ কথায় গুরু বেজার বলে ইসলামের
অপপ্রচার চালায় ঐ কিছু যদু মধু রাম সাম !


রচনাকালঃ- রাত ১১:৫৮টা, মঙ্গলবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩০, ২৮ নভেম্বর ২০২৩, মিরপুর, ঢাকা ।