আল্লাহ ও তার বিধানে যে শতভাগ বিশ্বাস আনে
তার বিপদ আপদ সম্মান হানি হয়না কোনখানে ।
আর যাদের তা নড়বড়ে শুধুই দেখতে চায় প্রমাণ
অবলীলায় ইজ্জত বেচে তাকে রক্ষা করতে হয় মান ।
সাধে কি বলে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর...
ইদুর কপালী অবিশ্বাসীর কপালে লাগে কি সিঁদুর ?
আল্লাহতে যার বিশ্বাস নাই সে তো শয়তানেরই ভাই
তাইতো তাদের চরিত্র রক্ষায় সাধ সাধ্য দুটোই নাই ।
তার রহমত বরকত নেয়ামত কুদরত রবে কেয়ামত তক
এসব নয়কো সার্বজনীন এতো শুধু বিশ্বাসীদেরই হক ।
মানির মান আল্লাহই রাখে শুধু রাখা চাই পূর্ণ বিশ্বাস
বিশ্বাস সেদিনই আসে যেদিন আজরাইল কাড়ে নিঃশ্বাস ।
রচনাকালঃ- রাত ৯:৫৩টা, সোমবার, ১৭ পৌষ ১৪৩০, ১ জানুয়ারি ২০২৪, মিরপুর, ঢাকা ।