ওরা আশীবিষ,  ওদের
নেইতো কোন পা হাত ।
তাতেও ওদের নেই যে
মোটেও কোন অজুহাত !
জলে স্থলে সমান তালে
ওরা চলেও যে দিনরাত ।
ওদের করতেও হয় না
কাউকে জোরে আঘাত ।
তাতেই হয় কেল্লাফতে
শুধু ফুটালেই বিষদাঁত !
দু দাঁতের বিষ ঢাললেই
আস্ত হাতিও কুপোকাত ।
আঁধার ঘরে ঢুকলে তো
সবাই ভয়ে চেঁচিয়ে কাঁৎ !
কত কল্প কাহিনী গড়ে
সমাজটাও রেখেছে মাৎ ।
তবে সিংহভাগ আশীবিষ
নির্বিষ খুবই নিরীহ জাত ।
বরং মানব নামের দানব
দ্বারা যত হচ্ছে প্রাণপাত ।
যত হচ্ছে জুলুম নির্যাতন
হচ্ছে আঘাত প্রত্যাঘাত ।
হিংসা বিদ্বেষে জনজীবন
বসবাসে ঘটছে ব্যাঘাত ।
এর চেয়ে আর কার দ্বারা
মানুষ মারা পড়ে নির্ঘাত ?
মানুষই তো মানুষের বড়
শত্রু করতে দ্বন্দ্ব সংঘাত ।
শহরে নগরে যে বাস করে
স্বঘোষিত যেসব অভিজাত ।
হেথা আশীবিষ মুক্ত হলেও
ভয়ংকর এদেরই বিষদাঁত  !!


রচনাকালঃ- বিকাল ৫:১৮টা, বুধবার, ২৬ আষাঢ় ১৪৩১,
১০ জুলাই ২০২৪, মিরপুর, ঢাকা ।