তোমার বিরহের আগুনখানি
নিভে যায় যায় যায়...
আবারও উঠে দাউ দাউ করে জ্বলে ।
বাস্তবে তুমি চোখের আড়াল
হলে হবে কি...
নিত্যই যে স্বপ্ন যোগে আসছো চলে !
জানতাম না তোমায় জীবনসঙ্গী
হিসেবে চাওয়া মহা অন্যায়...
তাই কি পেলাম যাবজ্জীবনের সাজা ?
অথচ তোমায় মুকুট বানিয়ে
আমি হতে চেয়েছিলাম
স্বর্গীয় প্রেম রাজ্যের সুখী মহারাজা ।
তোমার চাহিদা মতোই তো
প্রাণপণ চেষ্টা চালাচ্ছি...
তোমাকে চিরতরেই থাকতে ভুলে ।
কিন্তু কিছুতে তোমার স্মৃতি
মুক্ত হতেই পারছি না,
আমৃত্যু আমায় চড়িয়ে রাখলে শূলে ।
রচনাকালঃ- সন্ধ্যা ৭:৪২টা, শনিবার, ১ আশ্বিন ১৪৩০, ১৬ সেপ্টেম্বর ২০২৩, মিরপুর, ঢাকা ।