মানুষের মানসিক স্বাস্থ্য নিয়ে
কারোই মাথা ব্যথা নেই ।
চল্লিশোর্ধ্ব মানুষ গুলো যখন
সমাজে দেবে নেতৃত্ব
করবে বুদ্ধিদীপ্ত কতৃত্ব
তখনই জীবনের হারাচ্ছে খেই ।
অব্যাহত দ্রব্য মূল্যের উর্ধগতি
কর্ম হারিয়ে করুণ পরিনতি
আত্মাহুতিও দিচ্ছে অনেকেই ।

এই সময় যদি হয় স্বল্প আয়
কিংবা না থাকে আয়ের উপায় ।
তখন হায় ! হায় ! করে মরে    
এমতাবস্থা প্রায় প্রতি ঘরে ঘরে ।

রাজনৈতিক অনৈতিকতা আর
বহুমাত্রিক কর্পোরেট শোষণ ।
মানুষের মনস্তত্ত্বকে নিয়ে
অবাধে সবাই করে খেলা
মানবিকতার যত অবহেলা
তদুপরি চাটুকারদের তোষণ ।
পুরুষরা তাইতো বিপন্ন
কাপুরুষেরাই হচ্ছে ধন্য
সফল হচ্ছে দাজ্জালের মিশন !

রচনাকালঃ- রাত ১১:২১টা, রবিবার, ১৩ কার্তিক ১৪৩০, ২৯ অক্টোবর ২০২৩, মিরপুর, ঢাকা ।