জীবনটাকে বড় বৈচিত্র্যময় করে কাটাবার জন্য
মানুষের কতই না রকমারি আয়োজন ।
বিধাতার বিধি বিধান মেনে চলার চাইতে তার
আত্ম সুখকেই ভাবলো বেশি প্রয়োজন !
মানুষ জন্মেই মানুষ হয়না, মানুষও তো তারে
কয় না বিনা অর্জনে কল্যাণকর জ্ঞান ।
আর তা অর্জনের জন্য নানা মাধ্যমও তাইতো
ইতিমধ্যে আবিষ্কার করে দিলো বিজ্ঞান !
বিজ্ঞান আশীর্বাদ নাকি অভিশাপ ? এ নিয়েও
নানা পন্থী মানুষের বিতর্কের নাই শেষ ।
সে-ই বিজ্ঞানের জোয়ারেই যেন আজ ভেসেও
যাচ্ছে যত স্থান কাল পাত্র ও পরিবেশ ।
জঠর জ্বালা নিবারণের পর বৈধ অবৈধ পন্থায়
মানুষ যেন তাই শুধু বিনোদনটাই পেতে চায় ।
তাইতো স্রস্টার আশীর্বাদ বঞ্চনায় তার জীবন
অভিশপ্ত রিপুর উপদ্রবে বিষাদেও ভরে যায় ।
বিনোদন শুধু নিছক বিনোদনই নয় মনুষ্য কৃত
কীর্তিগুলোকেই রঙ চড়িয়ে তুলে ধরা হয ।
অসচেতন মানুষের তাতেই আরও কাম ক্রোধ
হিংসা লোভ অহমেরই যেন পূর্ণ বিকাশ হয় ।
বিনোদনের স্বাদ আস্বাদনের জন্যে আজকাল
আর কোথাও যাবার তেমন নেইতো দরকার ।
বিজ্ঞানের বদৌলতে ঘরে ঘরে ও হাতে হাতেই
বিনোদন যখন যেমন চাই তাই হয় সম্প্রচার ।
মানুষের মনুষ্যত্ব উন্নয়নে তার ভূমিকা কতটুকু
রাখছে তথাকথিত এই সব সস্তা বিনোদন ।
কিন্তু সাময়িক চিত্ত সুখ লাভে শয়তানের সুক্ষ্ম
চেতন বীজ বুনে মানুষ আজীবন করে রোদন !
রচনাকালঃ- দুপুর ১:০৩টা, শনিবার, ৮ আষাঢ় ১৪৩১, ২২ জুন ২০২৪, মিরপুর, ঢাকা ।