যদিও তোরা ভিত্তিহীন এবং অথর্ব তবুও
স্বীয় ধর্ম নিয়েই আহা কর কত গর্ব !
সংখ্যাগরিষ্ঠতার দাপটের চিড়ে চ্যাপ্টায়
ভিনধর্মের স্বাধীনতা অহরহ কর খর্ব !
সর্বশক্তি নিয়োগ করে তোরা চাও মুছে
দিতে অন্য সব ধর্মের নাম নিশানা ।
পরিণাম কতটা ভয়াবহ ওরে নির্বোধরা
সেটাই হয়তো তোদের নেই জানা ।
নারীর স্বাধীনতায় যখন সারা বিশ্বময়
সরব তাদের উত্তক্ত করলে গুরুদণ্ড ।
ঠিক তখনই নারী পড়লে হিজাব তার
কটাক্ষ কর ডাবলষ্ট্যাণ্ডার্ড যত ভণ্ড ।
তোদের ধর্ম সেরা বলে কলে কৌশলে
চালাও তখন মুখরোচক প্রচারণা ।
তবে তোদের লেবাসে ঝান্ডায় বিকিনি
পড়ে ঘুরলে কেন বল এটা প্রতারণা ?
ওহে উদারবাদী সেই লেবাসে বিকিনি
পড়ে দেহ বিকিকিনিতে হও না ধন্য ?
এখন কেন করিস উষ্মা প্রকাশ কেনই
বা এটাকে বলছিস জঘণ্য জঘণ্য ?
যার জন্য কতই না করছিস সংখ্যালঘু
ধর্মানুলম্বীদের সঙ্গে জুলুম অত্যাচার ।
এই তো তবে তোদের সমুচিত জবাব
সামনে পাবে আরও কত সমাচার,,,
রচনাকালঃ- রাত ১২:৬৮টা, রবিবার, ২৬ ডিসেম্বর ২০২২, মিরপুর, ঢাকা ।