পাক পরাশক্তির বুকে ঝাঁপিয়ে পড়ে বীর বাঙালি
ছিনিয়ে আনল বিজয়কে জানবাজি ধরে ।
মহা গৌরবের সেই বিজয় স্বদেশী কুচক্রীর কাছে
মেনে পরাজয় আজ নিভৃতে কেঁদে মরে ।
কত দুঃখীনি মায়ের সন্তান দেশ রক্ষায় অকাতরে
সকল মায়া ত্যাগ করে প্রাণ করেছিল কুরবান ।
এয়ারগান লাঠিসোটাতে যারা যুদ্ধ করে অবরূদ্ধ
করেছিল সাঁজোয়া যান ও ভারী ট্যাঙ্ক কামান ।
হায়রে সেই গৌরবোজ্জল বিজয় ! পঞ্চাশে এসেই
তোমার এতো অধঃপতন এতোটাই অবক্ষয় !
পবিত্র রক্তে কেনা তুমি, কিন্তু তোমার মান সম্মান
ধুলিসাৎ করছে আজ কিছু মহিষাল মহাশয় !
না তুমি এখন আর নয় সেই বিজয় এ যেন বস্তির
উচ্ছন্নে যাওয়া বিজয় নামক এক নেশাগ্রস্থ ব্যক্তি
যার নাই সুষ্ঠু শিক্ষাদীক্ষা নাই নির্দিষ্ট ধর্মকর্ম জরা
ব্যধিতে ভুগা জীর্ণশীর্ণ শরীরেও নাই কোন শক্তি ।