ইতিহাস বিজ্ঞান-
দলিল দস্তাবেজ সবই করে প্রমান,
তুমি মহান, তুমিই মহান হে মুসলমান !
এমন পরিচয় ধারণ করে নিঃসন্দেহে
তুমি মহা সৌভাগ্যবান !
তবে তোমার তুল্য কেহ নহে হতভাগ্য
আর, যদি না রাখো তার মান ।

তুমি তোমার আদর্শ চেতনায় যদি
থাকতে অটল অবিচল নীতিবান ।
তবে অবশ্যই করিতে প্রমাণ
তুমি সুশীল পরোপকারী সুকীর্তিমান !
তোমায় কেউ করতো না তুচ্ছতাচ্ছিল্য  
যদি তোমার ধর্ম মতেই রাখতে অবদান ।

কিন্তু তুমি তো হয়েছ ব্যভিচারী ভ্রষ্টাচারী
অন্যের অনুসারী তাই পাওনা সম্মান ।
তুমি ঘরকা না ঘাটকা হয়ে স্বীয়
জজবা করে ফেলেছ ম্লান...
এখন স্বকীয়তা হারিয়ে ভুল পথ মাড়িয়ে
তোমার গন্তব্য খুঁজতে হয়রান !

অথচ শুধু তুমিই পেয়েছিলে একমাত্র
পূর্নাঙ্গ জীবন বিধান.
যা ছিল আল্লাহর লওহে মাহফুজ হতে
আগত মহাপবিত্র আল-কোরআন ।
তার সম্মান বজায় রাখতে তোমায়
জোড় হাত করছি আহ্বান ।


রচনাকালঃ- রাত ১১:৫৩টা, শুক্রবার, ১৫ জৈষ্ঠ্য ১৪৩১, ৩১ মে ২০২৪, মিরপুর, ঢাকা ।