চোর সন্তানের রোজগারেই যদি
কোন পরিবারের হয় চলা ।
তবে সেই চোরের মায়ের কেন
হবে নাকো বড় গলা ?
সন্তান তার করতে চুরি যদি বা
ধরতে পারে জানবাজি !
মা কেন পারবে না তাকে রক্ষায়
অমন করতে গলাবাজি ?
যার আশ্রয় প্রশ্রয়ে বনেছে চোর
তাকে বাঁচাতে বড় করবেই গলা ।
যাতে সাধ্যি না হয় কারোই তার
সন্তানকে চোর ছেঁচ্চড় বলা ।
পাপের কামাই খেতে খেতে যার
বদলে যায় মানসিকতা ।
তার কাছে আশা করা কি যায়
নূন্যতম ভব্যতা সামাজিকতা ?
পাপ করতে করতে মানুষ যেমন
হারায় মনুষ্যত্বের ভারসাম্য ।
যার কাছে ন্যায় সাম্য ভাতৃত্বও
চাওয়া মোটেই নয় কাম্য ।।
রচনাকালঃ- বিকাল ৫:০১টা, শনিবার, ১৬ ভাদ্র ১৪৩১, ৩১ জুলাই ২০২৪, মিরপুর, ঢাকা ।