ও হে- দেশের উজির নাজির
নজিরবিহীন করছ অন্যায়..
লুটপাট তো করছোই দুহাতে
দেশও ভাসাও রক্তের বন্যায় !
তুমি নাকি দেশের হর্তাকর্তা
মন্ত্রীসান্ত্রী নেতা হয়েছ মস্ত ?
ভাবছো তোমার বিচার করে
কেবা সবাই যখন অধিনস্ত ।
আইন কানুনও বানাও দেখি
না জেনেই প্রকৃতির আইন ।
আল্লাহর বিধানে বিচারে সে
করেনা ভুলেও এক লাইন ।
অন্যায় করলে এই দুনিয়ায়
নিস্তার আর নেই তোমার ।
প্রকৃতির অমোঘ নিয়মে যে
হবেই হবে সুক্ষ্ণ বিচার ।
এ নয় তোমার দেশী বিচার
বিভাগ, টাকায় বিক্রি হবে ।
ঐ বিচারকেরও বিচার হবে
তারও ক্ষমা হবেনা ভবে ।
রচনাকালঃ- বেলা ৩:৩৯টা, শনিবার, ১৭ আষাঢ় ১৪৩০,
১ জুলাই ২০২৩, ব্যঙ্গালোর, ভারত ।