দিনের পর দিন-- স্বপ্ন দেখিয়ে রঙিন
দুটি প্রাণ মিলেমিশে থেকে একাকার ।
একে অপরকে দিয়ে সব কিছুর অধিকার
ভালোবেসে অবশেষে ফেলে থাকার সাধ্য কার ?
কি করে তার শরীর স্পর্শ করে সোহাগ আদরে ভরে,
পরে টিস্যু কাগজের মতো ছুঁড়ে ফেলে যায় চিরতরে !
আমার মনে হয়নাা আছে কোথাও এর চেয়ে নিষ্ঠুর
কসাই-জল্লাদ কিংবা ডাকাত !
দুনিয়ার আর কোন প্রাণী তার সঙ্গীকে এমন নিষ্ঠুর
ভাবে পারে কি করতে কপোকাত ?
পারে কি তবে শুধু মানুষ, তাও ভালোবাসার নামে ?
আর ভালোবাসার মানুষটিই কি তবে সবচেয়ে
বড় নিষ্ঠুর ঘাতক এই ধরাধামে ?
ভালোবাসার জন্যে যে প্রাণ হারায়; সেও বেঁচে যায়
পাগলরাও এক ভাবে নিশ্চিত জীবন কাটায়,
কিন্তু সুস্থ জ্ঞান বুদ্ধি দ্বারা এই কষ্ট নিয়ে যারা বেঁচে
থাকে তার মতো কেউ নেই বুঝি অসহায় !
অতীতকে না ভুলে তাকে বর্তমানের সাথে নিয়ে চলে
তাইতো তার আর হয় না মোটে উন্নত জীবন মান...
বরং সর্বৈব ব্যর্থতার জন্যে তার জোটে সমাজের
যত ধিক্কার গ্লানি অপমান...
কিন্তু কেন ? ভালোবাসাই কি তবে জীবন ধ্বংসের
সবচেয়ে বড় বিষয় ?
যার জন্য কত লক্ষ কোটি মানুষ তাদের অপার
সম্ভাবনা শেষ করে জীবন করেছে বিষাদময়...
রচনাকালঃ- রাত ১০;৪৮টা, রবিবার, ৪ অগ্রহায়ণ ১৪৩০, ২৯ নভেম্বর ২০২৩, মিরপুর, চাকা ।