আমি অবাক, আমি বিস্মিত
জাতির এমন জঘন্য কাণ্ডজ্ঞান দেখে ।
এরা শিক্ষার জন্য ব্যয় করে
অর্ধেক জীবন, কিন্তু তারা কি শেখে ?
দেশের কিছু রাজনৈতিক দল
যাদের আদর্শ চরিত্র বলে কিচ্ছু নেই ।
অথচ এ সব শিক্ষিতরা দেখি
রীতিমতো দাস বনে রয়েছে তাতেই !
বেহায়া নির্লজ্জ সেজে গেয়ে
যায় ওদের গলিত পঁচা আদর্শ নীতি ।
আবার এরাই যখন শিক্ষিতের
দাবীদার তখনই আমার বড্ড ভীতি ।
আহা ! এই সমাজের ভবিষ্যৎ
দেখছি অচিরে অন্ধকারে ডুবে যাবে !
এসব শিক্ষিতদের নিরপেক্ষতা,
ন্যায়পরায়ণতা বজায় রাখার অভাবে ।
জ্ঞানবুদ্ধি বিবেক বিসর্জন দিয়ে
তারাই যদি স্বেচ্ছায় বনে দলের দাস ।
তবে এই দেশ জাতি ধ্বংসে
বহিঃশত্রু নয় তারাই করবে সর্বনাশ !
রচনাকালঃ- সন্ধ্যা ৬:১২টা, শুক্রবার, ১৮ কার্তিক ১৪৩০, ৩ নভেম্বর ২০২৩, মিরপুর, ঢাকা ।