সোনার বাংলাদেশে
দেখছি সাধুর বেশে
শুধুই ভণ্ড আর ভণ্ড ।
মানলেও সবাই ধর্ম
বা করলেও সৎকর্ম
করে সবই লণ্ডভণ্ড ।
চোরকে ডাকে স্যার
সাধুর হয় তিরস্কার
লঘুপাপে গুরুদণ্ড ।
সংখ্যাগুরুই স্বার্থান্ধ
আবেগেও বড় অন্ধ
বিবেকহীনও প্রচন্ড ।
নিজের নাক কেটে
করবে গায়ে খেটে
অন্যের যাত্রা পণ্ড ।
যতই দেখাই যুক্তি
খুঁজে না স্বীয় মুক্তি
করতে চাইবে খণ্ড ।
হোক না ডিগ্রীধারী
করে সব চাটুকারী
ওরা আরও মুর্খগণ্ড ।