কোটি কোটি মানুষেরাও যদি বিশ্বাস
নিয়ে করে কোন কাজ ।
তার বিপক্ষেও আমি একাই সেটাকে
ভুল বলতে পারি আজ ।
কারণ ভুল করে না গরু ছাগল কিবা
মানুষ ছাড়া আর কোন প্রাণী ।
যতই শিক্ষিত জ্ঞানী বা সংখ্যাগরিষ্ঠ
হোকনা ভুল মানুষই করে জানি !
সংখ্যা স্বজন দেখেই সবাই ভাবে
আমি আছি বুঝি সঠিক স্থানে ।
সেটাই ভুল আমরা যে দেখি অন্যের
চোখে শুনি অন্যের কানে ।
নিজের চোখ কান মস্তিষ্ককে কাজে
লাগাই বা ক'জন...?
সবাই তাই করি তাই বলি যা করে
নিজ নিজ বন্ধু স্বজন ।
স্বজন আর সংখ্যার ঐতিহ্য দেখেই
ডুবে থেকো না গো ভুলে ।
নিজ চোখ কান মস্তিষ্ককে খাটিয়েই
বাঁচতে হয় মানুষ হতে হলে ।
কারণ অন্তঃদৃষ্টি উন্মোচনবিনা কেউ
কভু কি হয়েছে মানুষ ?
ধ্যান জ্ঞানের সমন্বয় ছাড়া মানুষের
কভু যে হয়না জ্ঞান হুঁশ ।
রচনাকালঃ- রাত ১০: ২০টা, বৃহস্পতিবার, ১৩ পৌষ ১৪৩০, ২৮ ডিসেম্বর ২০২৩, মিরপুর, ঢাকা ।