ভুল ভুল ভুল...
কারো কারো ভুল ধরিয়ে
দেওয়াটাই মহাভুল !
এতে কখনো দিতেও হয়
অনেক বড় মাশুল ।
যে অল্প বিদ্যায় ভয়ংকরী
সে কাণ্ড ঘটাবে প্রলয়ঙ্করী
বাঁধিয়ে দেবে হুলুস্থুল !  
আর যিনি জ্ঞানী
তিনি বরং হবেন ঋণী
কৃতজ্ঞতা জানাতে ব্যকুল !
যে বন্ধু সে ভুল ধরিয়ে দেয়
শত্রু যে ভুলের সুযোগ নেয়
তাই সাবধান ! যার তার  
ভুল ধরা হবে যে বড় ভুল ।

রচনাকালঃ- দুপুর ২:৪০টা, সোমবার,  ২৫ চৈত্র ১৪৩০, ৮ এপ্রিল ২০২৪, মিরপুর, ঢাকা ।