ভোলা করতে যাচ্ছে বিয়ে
কোলা ব্যাঙের এক মেয়ে ।
ড্যাং ড্যাংগা ড্যাং ড্যাঙের ড্যাং
কত বাদ্য বাজিয়ে...
ঘ্যাঙের ঘ্যাঙের ঘ্যাঙ
এসে বলল কোলা ব্যাঙ...
আমার মেয়েকে অন্য কিছু না
খাওয়াবি পোকা মাকড় কেঁচো...
ওয়াক থু; ছিঃ ছিঃ ছিঃ ছিঃ !
তোমরা এত্তো নীচু !
ভোলা শুনে দেয় দৌড়
ফেলে ইয়া লম্বা লম্বা ঠ্যাং !
এবার ভোলা করবে বিয়ে
কন্যা কাল নাগিনীর মেয়ে ।
সানাই এর সুরে সুরে
গেলো বনের অন্তঃপুরে ।
গয়না পছন্দ হয়না দেখে
ফণা তুলে ফোঁস ফোঁস করে
বনের সকল জাতি সাপ ।
ওরে বাপরে বাপ...
ভোলা দেখে ওদের প্রতাপ
বাঁচতে নদীতে দিল ঝাঁপ ।
এবার এক খেঁকশিয়ালের
মেয়েকে দিয়ে ।
ভোলার আবার ঠিক হয়েছে
পাকাপাকি বিয়ে ।
মেয়ের বাপে বলল দ্যাখো,
আমরা হাঁস মুরগী খেয়ে
নিত্য ভরাই ভুঁড়ি ।
আমার মেয়ে পালতে হলে
কিন্তু করতে হবে চুরি...
হায় ! কি করি, হায় ! কি করি,
কানমলা দিয়ে বলল ভোলা
শালা বিয়েই করবো না ধুত্তোরি !!
রচনাকালঃ- বিকাল ৪:৫৩টা, রবিবার, ৯ আষাঢ় ১৪৩১, ২১ জুন ২০২৪, মিরপুর, ঢাকা ।