একে একে আমার সকল প্রয়াস যদি সব করে দাও ব্যর্থ
তবে বলে দাও হে প্রভু আমার এই জীবনের কিইবা অর্থ ?
স্বীয় স্বার্থ জলাঞ্জলি দিয়ে পরের স্বার্থে যত থাকি তৎপর
ততই যেন বদনামের পাহাড় চেপেছে শুধু আমারই উপর ।
আত্মকেন্দ্রিক হইনি কভু করি তোমার সুক্ষ্ম বিচারের ভয় ।
কিন্তু হেথা দেখি সর্বক্ষেত্রে শুধু স্বার্থপরদের নিরংকুশ জয় !
দায় এড়াতে পারিনা বলে পরোপকারে যতই যাচ্ছি যেচে
ততই আমার মান ইজ্জত ব্যক্তিত্ব সবটুকুই ফিরছি বেঁচে ।
যেমনি আমার বেপরোয়া মায়া তেমনি সবাই লৌহমানব
আবার ওরা নাকি সব মহানুভব একেকজন হলেও দানব !
এই দ্বিধা দ্বন্দ্বে পড়ে আমার জীবন এখন দারুণ ওষ্ঠাগত
হতদ্যোম হয়ে ভাবছি তাই আমার মৃত্যুটা কবে সমাগত ।
তোমার রহস্যে ঘেরা এই পৃথিবীতে আমিই বুঝি বেখাপ্পা
আমিও হয়তো বা মূল্যায়িত হতাম সবাইকে দিলে ধাপ্পা ।
যাহোক আমার স্বপ্ন সাধ সব মিটে গেছে এ ভবের জন্য
আমায় শিগগির তুলে নাও হে প্রভু ওদেরই কর গো ধন্য ।
রচনাকালঃ- রাত ১১:৩৬টা, বৃহস্পতিবার, ২৬ শ্রাবণ ১৪৩০, ২২ মহরম ১৪৪৫, ১০ আগষ্ট ২০২৩, ব্যঙ্গালোর, ভারত ।