সফলের মিথ্যা ভাষণ
সকলেই করেও গ্রহণ
ব্যর্থদের সত্য কথনও
তাচ্ছিল্যে করে বর্জন ।
অর্জন ছাড়া অর্থ কড়ি
লাভ কি সৎ পথ ধরি
কেউ করেনা সাহায্য
কেঁদে করেও গড়াগড়ি !
হিতপোদেশ কে শুনে
হলেও বড় জ্ঞান গুনে
মুর্খরাও খুব সম্মানিত
টাকার জন্য এ ভুবনে ।
সফল না হলেই ভবে
অবহেলা করবে সবে
ততদিন তবে যুদ্ধ কর
যতদিন সফল না হবে ।
রচনাকালঃ- রাত ১১:৫৭টা, মঙ্গলবার, ১৯ বৈশাখ ১৪৩০, ২ মে ২০২৩, মিরপুর, ঢাকা।