দেশে সর্বত্র শুনি শুধু ঐ এক গুঞ্জন সিণ্ডিকেটই
করছে নাকি দেশের পুরো বাজার নিয়ন্ত্রণ !
বৃদ্ধাঙ্গুলি দেখিয়েই যদি তারা করে এমন তবে
দেশে সরকারের আর কিইবা প্রয়োজন ?
তারা যখন তখন মন মতন হুটহাট করে ছেড়ে
দেবে পন্যের মূল্য বর্ধন ।
সমআয়ের আমাদের পাশের দেশগুলোয় প্রায়
অর্ধেক দামে কিনছে যখন সেসব পন্য ।
আমাদের বেলায় তবে কি ছেলে খেলায় মেতে
উঠেছে তারা জাতিকে ভিখারী বানাবার জন্য ?
আমি বুঝিনা তারা কি জনতাকে নাকি সরকার
বাহাদুরকে নাকি কাউকেই করে না গন্য ?