যদি মনের ভুলেও কেউবা করে
একবার ডাকাতি চুরি ছিনতাই ।
ধরা পড়লে তার আর রক্ষে নাই
সবার আগে দেবো গণধোলাই !

যে কারণেই সেটা করুক না কেন
তাকে দিতেই হবে চরম শাস্তি ।
বেনিয়ারা সে কাজ বারবার করে
তবু তার পণ্যে করি মৌজমাস্তি !

তারা অধিক হারে মুনাফা করেই
না শুধু, বেঁচেও ক্ষতিকর পণ্য ।
ক্রেতার অঢেল অর্থ হাতিয়ে তাই
দিয়ে সমাজ ধ্বংসে হয় ধন্য !

বরবাদ করি নিজে নিজেকে তবু
তার বিকল্প খুঁজি নাতো আর ।
অথচ বেনিয়ারা পকেটও কাটছে
ধ্বংসও করছে মোদের বারবার !

সবটা জেনেও আমরা হাঁদারামরা
কেউ করি না মোটেও প্রতিবাদ ।
বরং কোন কিছুতে বাঁধা না মেনে
শুধু পেতে চাই সে পন্যের স্বাদ !

তারা মোদেরই অর্থ লুটে করপুটে
কিনে রেখেছে সকল সরকার ।
আমরাও তাদের চোরডাকাত বলি
নাতো, বরং বলি তাদের স্যার !

তারা অকার্পন্যে ঐ ভেজাল পন্যে
মোদের অস্তিত্ব করলেও সর্বনাশ ।
সেই পন্যাসক্ত হয়ে স্বেচ্ছাদাসত্বের  
পরম্পরায় এখন হচ্ছি পন্যদাস ।

আদতে বেনিয়াই চালায় যে দুনিয়া
জনতা যেন শুধু গৃহপালিত পশু ।
আর নেতা নাম্নী কুকর্মের হোতারা
তো তাদের কাছে খেলার শিশু !

রচনাকালঃ- সকাল ৯:০৬টা, রবিবার, ৪ জৈষ্ঠ্য ১৪৩১, ১৯ মে ২০২৪, মিরপুর,  ঢাকা ।