আমরা বাঙালিরা যে একটি অদ্ভুতুরে জাতি
তা কমবেশি জানে বিশ্বের সবাই ।
অংশীদারের সম্পত্তি, খাদ্যে ভেজাল, সুদ,
ঘুষ, পরের হক মেরে দিব্যি খাই ।
আবার খুব করে লেবাস পরে ধর্ম কর্মটাও
আমরা বাড়াবাড়ি রকম মানি ।
দুর্নীতিবাজ নেতার টাকা খেয়ে ভোট দিয়ে
বলি আমরা কি করতে পারি বেঈমানী !
ঐ জালেম নেতার সঙ্গে বেঈমানী করি না
বটে কিন্তু জাতির সঙ্গে তো করি ঠিকই ।
নেতাও দেশ লুটের নোটে ভোটে উড়ায় তা
খেয়ে ভোট দিয়ে পাপ করি না কি একই ?
অতি মুনাফার লোভে দেশ-জাতি-স্বজনের
মাঝে বেচতে কার্পণ্য করিনা ভেজাল পন্য ।
এভাবেও ধনকুবের বনে সবাই ধন্য আবার
সমাজে হতে যাই সবচেয়ে মান্য গন্য !
এ জন্য প্রতিবাদ করে যারা একা একা বুক
চেতিয়ে বুলেট ঝাঁঝড়া হয়ে মরে ।
নাহ্, কোন সমবেদনা তো নেই বরং বলি
মোদের উপর নেতা ক্ষিপ্ত ওদের তরে ।
স্বাধীন নবাবকে যেদিন তিড়িং বিড়িং করে
ফিরিঙ্গ ক'টা যাচ্ছিল বেঁধে নিয়ে।
আমরা শুধু উৎসুক জনতা সারিবদ্ধ হয়েই
দেখেছি নির্বিকার তাকিয়ে তাকিয়ে ।
আমরা সেই জাতিই তো, নতুন বোতলে
সেই আগেকার দিনেরই পুরোনো মদ ।
আধুনিকতার রঙে রাঙিয়েছি নিজেদেরকে
বটে, কিন্তু আজও থেকে গেছি বলদ !
রচনাকালঃ- রাত ১১:৫৬টা, ১৫ ফাল্গুন ১৪২৯,
২৮ ফেব্রুয়ারি ২০২৩, মিরপুর, ঢাকা ।