আমাদের জাতিগত অভ্যাস
প্রায়শই কথা বলছি বেফাঁস
শুধু এই কথার কারণে দেখি
পরিণামে জীবনটা হাঁসফাঁস ।

বুঝি তো কচু শুধু বলি বেশি
এজন্যে আজীবন রেষারেষি
মোকাবেলার শক্তি-সামর্থ্য
না জেনেই অযথা হই সাহসী ।

এই কথার কারণে যথাতথা
ঝগড়াঝাটি করছিও অযথা
অবস্থাদৃষ্টে মনে হচ্ছে এটাই
আমাদের ঐতিহ্যবাহী প্রথা ।
  
আসলে আমরা কেন এমন
পুরো জাতিই বাঁচাল যেমন  
বুঝে না বুঝে শুধু বলি কথা
এর খেসারতও দেই তেমন ।

রচনাকালঃ- রাত ১১:৫০টা, বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, মিরপুর, ঢাকা ।