কারো ব্যথা পেয়ে কবির অন্তর
যখন পুড়ে হয় ছাই ।
তখনই তো আমরা সবাই অনন্য
সুন্দর কবিতা পাই !
বাঁশ তখনই কাঁদে পরিবার হতে
যখন চিরতরে যায় বহুদূর ।
আর তখনই শ্রোতাগন শুনে মুগ্ধ
হয় সেই মোহনীয় বাঁশির সুর !
প্রদীপের সলতেটা নিজে পুড়েই
যেমন দিয়ে যায় আলো ।
তেমনি কারো জীবন নিঃশেষে
কেউবা থাকে ভালো !
বেদনার বদান্যতায় অবদানেরা
আসে তারই হাত ধরে ।
এমনিভাবে বেদনারা বেঁচে রয়
সৃষ্টির নানান নাম করে ।
প্রেমের নামে কেউ যদিও করে
ভোগ সম্ভোগ আত্মতৃপ্তি ।
বেশীর ভাগ প্রেমের বেদনাতেই
আসে দুনিয়ার যত প্রাপ্তি ।
রচনাকালঃ- রাত ১০:৩৯টা, বুধবার, ৬ আশ্বিন ১৪২৯,
২১ সেপ্টেম্বর ২০২২, মিরপুর, ঢাকা ।