চাইবো না কারো কাছে
ঘুরবো না কারো পিছে
তাই নিয়ে ভাই থাকি তুষ্ট
কপালে যা লেখা আছে ।
কারো দ্বারা চড়বো না গাছে
যদি মই সরিয়ে নেয় পাছে
তাই নিয়ে ভাই থাকি তুষ্ট
কপালে যা লেখা আছে ।
প্রয়োজন থাকুক না শত
আপদ বিপদ আসুক যত
আল্লাহ ছাড়া কারো কাছে
করবো নাতো না মাথা নত ।
লোভ লালসা নাইরে অতো
চলবো আমি আমারই মতো
আল্লাহ ছাড়া কারো কাছে
করবো নাতো মাথা নত ।
দিতেই সমস্যার সমাধান
আল্লাহ পাঠিয়েছে বিধান
তাই কোন কিছুর বিনিময়ে
বেঁচবো নাতো ঈমান ।
আমি সৌভাগ্যবান মুসলমান
কল্যান কর্মে রাখি অবদান
তাই কোন কিছুর বিনিময়ে
বেঁচবো নাতো ঈমান ।
রচনাকালঃ- বেলা ৩:৩৫টা, মঙ্গলবার, ১৬ মাঘ ১৪৩০, ৩০ জানুয়ারি ২০২৪, মিরপুর, ঢাকা ।