বছর ঘুরে আবার এলো রে মাহে রমজান
শয়তান তো বন্দী রবে, তবে আবার বেপরোয়া
হবে যত সব ভেকধারী মুনাফেক মুসলমান ।
এই রমজানই তোদের নাকি আসল ব্যবসার মাস
উল্লাস তাই কর তোরা
এ মাসে সাচ্চা মুসলমানদের করতে সর্বনাশ !
তেল ঝাল মসলায় আগুন ঝলসানো কুখাদ্যের ঝলকানি
কতনা কসরত দেখিয়ে
লোভে ফেলে আনতে চাও রজাদারের মুখে পানি ।
জানি সব জানি রে তোদের ওসব ধুরন্ধর চালাকি
তাতে আর লাভ করবে কত ?
দিনশেষে দেখো নিজেদেরই তো দিয়েছ ফাঁকি !
এ মাসে পন্যে যেমনি বাড়াবে দাম তেমনি মেশাবে ভেজাল
সুদ ঘুষ দুর্নীতি আর জাল-জালিয়াতির
চক্রে চারিদিকে কত না পেতেও রাখবে জাল ।
বেহাল করবে রোজা আর কাঁদাবেও কত রোজাদার
রহমতের এই রমজান মাসটা যেন
তোদের কাছে আহারে! আহারে! কতই না মজাদার !
ওরে মুর্খ মুনাফেক মুসলমান বুঝলি না আসল মুনাফা
রমজান মাস যে আসলেই ব্যবসার মাস
এক দুইগুন নেবে তোরা কিন্তু প্রভু তো সত্তরগুনে করবে রফা !
অবিশ্বাসী আর কাফেরারও যখন এ মাসকে দেখায় সম্মান
তখন দাঁড়ি টুপি হুব্বা জুব্বা লাগিয়েও
তোরা মহা ভয়ংকর হয়ে উঠো ওরে মোনাফেক মুসলমান !
পৃথিবীতে আর কেউ নয় অতো জালেম তোদের মতো
তোরা না এলে এই সুন্দর পৃথিবীটা
সাচ্চা মুসলমানদের দ্বারা কতই না স্বর্গময় হতো !
রচনাকালঃ- দুপুর ২:৫৩টা, সোমবার, ২৮ ফাল্গুন ১৪২৯, ১৩ মার্চ ১৪২৯, ঢাকা মিরপুর থেকে সদরঘাট যেতে ভয়ানক জ্যামে ।