দেখাস নারে অত দোদণ্ড প্রতাপ
করিস না আর এত্তো বেশী পাপ
যার খুটির জোরেই নাচিস আজ
কালই তো করবি কত অনুতাপ !
ভুলিসনারে বাপেরও আছে বাপ
সেও যখন তার খাবে কড়া ঠাপ
তখনই দেখবে চোখে সর্ষে ফুল
ব্যকুল হয়ে শুধুই বকবে বিলাপ ।
ছড়াসনে আর হিংস্রতার উত্তাপ
বন্ধ কর এ পরনির্ভর দৌড়ঝাঁপ
বাঁচতে যদি চাস কিছুকাল তবে
লেজগুটিয়ে কেটে পর চুপচাপ ।
অযথা কেন বাড়াস স্নায়ুর চাপ
জীবনে পেরোবে কত যে ধাপ
হতে পারে মজলুমকে ডাকতে
বাপ তাই রাখিসনে সেই ছাপ ।
রচনাকালঃ- রাত ১১:৫৮টা, বুধবার, ৭ আষাঢ় ১৪৩০,
২২ জুন ২০২৩, ব্যঙ্গালোর, ভারত ।