বাঁধনহারা হয় গো যারা
ভালো কভু কি রয় তারা
ছন্নছাড়া হয় জীবনধারা
কষ্ট লুকাতেই বেচারারা
বন্য সুখে হয় আত্মহারা
কি বা হবে তাদের দ্বারা
কেউ যদি না দেয় সাড়া
কার বিবেক দেবে নাড়া
মানুষ হয় কি মমত্ব ছাড়া ?
রচনাকালঃ- রাত ১১:৪৯টা, বৃহস্পতিবার, ৭ চৈত্র ১৪৩০, ২১ মার্চ ২০২৪, মিরপুর, ঢাকা ।