আমরা বাঙালিরাই সবচেয়ে অবুঝ বুঝি ব‍্যবসাতে
প্রায় সব বয়সী মানুষের আবেগটাও ঐ ব‍্যবসাতে
ধৈর্যের সাথে ভবঘুরে চলি সবাই সুদীর্ঘকাল কিন্তু
ব‍্যবসা শুরু করতে না করতে চাই আকাশটা ছুঁতে ।

হাতে কলমে ব‍্যবসা শেখাবে তেমন নাই প্রতিষ্ঠান
এ বিষয়ে নেই কোন অভিজ্ঞতা নেই সামক‍্য জ্ঞান
ব‍্যবসা হয়না বাপের টাকায় কিংবা পাপের টাকায়
এসব কিছু না জেনে সবাই হতে চায় শুধু লাভবান ।

ব‍্যবসা নিয়ে অনেক বড় আশা যেমনি সবার আছে
তেমনি ব‍্যবসা নিয়েই বেশী মানুষ ধ্বংসও হয়েছে
এতে না আছে দূরদর্শীতা না পারদর্শীতা তাই তো
বাঙালির ব‍্যবসা বিনাশ হয় দ্বিতীয় প্রজন্মের কাছে ।



অসমাপ্ত