গনতান্ত্রিক দেশে ক্ষমতাসিনরা যখন
থাকতে চায় বাদশাহের বেশে ।
তখন বারবার ভোট নামক পাথরের
গায় ওরা হোচট খায় পরিশেষে ।
তখনই ওদের ব্যর্থতাগুলো ঢাকতেই
ভিন্নখাতে চায় সবার দৃষ্টি ফেরাতে ।
ক্ষমতার মোহে অন্ধ থাকায় যদিও এ
অপকর্ম ফল দেয় হীতে বিপরীতে ।
এমনই প্রায় সকল খেলার জারিজুরি
এ যাবত সবই তো হয়েছে ফাস ।
একেকজন স্বৈরাচার তার নির্বুদ্ধতারই
জন্যে রচে গেছে কালো ইতিহাস ।
ইদানিং কালের এমনই অপ্রতিরোধ্য
এক খেলার নাম হলো জঙ্গি দমন ।
এ খেলার কাছে কাবু আজ মুসলমান
আতঙ্কে থাকে কখন আসে সমন ।
জঙ্গিদেরকে নিয়ে অশেষ বাগাড়ম্বরে
গনমাধ্যম এদের বলে আতঙ্কবাজ ।
আমি দেখছি আতঙ্কবাজ তারাই যারা
এদেরই ধোয়া তুলে করছে রাজ ।
যখনই ওরা ক্ষমতা হারা হবার করবে
আশংকা তখনই খেলে এ খেলা ।
যদিও এমনিভাবে উজাড় কত রাষ্ট্রীয়
সম্পদ প্রাণহানিও যে হয় মেলা ।
এই খেলা খেলে আদতে ওরা শান্তির
ধর্ম ইসলামেরই করছে চরম ক্ষতি ।
অবশেষে একদা যদিও ওরা নিজেরাই
নিজেদের ডেকে আনে অমোঘ দূর্গতি ।
কিন্তু কে বুঝাবে ওদের কে দেবে সর্তক
বার্তা ক্ষমতার দাপটে ওরা যে অন্ধ !
পাপের ঘট পূর্ণ হওয়ায় ওরা হয়েছেও
গোমরাহ ওদের মুক্তিরও পথ বন্ধ ।
ধ্বংস যাদের অনিবার্য ওরা ইসলামের
গায়ে আলবৎ করবে আঘাত ।
তখন দেখি কারো রক্ষা নেই প্রকৃতির
আইনে শেষে ওরা হয়ও কুপোকাত ।
রচনাকালঃ- রাত ১০:৪৩টা, বুধবার, ৩ মাঘ ১৪২৯, ১৮ জানুয়ারি ২০২৩, মিরপুর, ঢাকা ।