যার জন্য লজ্জা হবার কথা
উল্টো তা নিয়ে কর গর্ব !
এই যুগেও কি হয় রে ভাই
তোর মতো অত অথর্ব ?
সৃষ্টির সর্বশ্রেষ্ঠ প্রাণী হয়েও
স্বীয় মর্যাদা কর খর্ব ?
হায় ! হায়রে অথর্ব !!
এমন আত্মপ্রবঞ্চকদের তো
শুরুতেই শুরু ধ্বংসের পর্ব ।
মস্তিষ্কের ব্যবহারবিনা তাই
নষ্ট সম্ভাবনা সুখশান্তি সর্ব ।
রচনাকালঃ- বিকাল ৪:৩০টা, রবিবার, ১৬ আশ্বিন ১৪৩০,
১ অক্টোবর ২০২৩, মিরপুর, ঢাকা ।