যদি জীবনের প্রারম্ভে
রাজনীতি কর সদম্ভে
কিংবা অসৎ সঙ্ঘের সঙ্গে কর বসবাস ৷
তবে জীবনে তোমার
প্রজ্ঞা ফিরবে না আর
ইহজন্মের ব্যর্থতায় ঘটাবে আত্মবিনাশ ।
অসৎ চেতনার জ্ঞানে
বা শিশুতোষ বিজ্ঞানে
যদি খুঁজো সৃষ্টির রহস্য তবে সর্বনাশ !
সৎ শিক্ষকদের দ্বারা
জেনো হে জীবনধারা
আর মস্তিষ্কটাকে দিও ভাবার অবকাশ ।
পরনির্ভরতা পরিহার
আর আত্ম আবিষ্কার
করে ঘটাও তোমার স্বমহিমার বিকাশ ।
নচেৎ সব সম্ভাবনার
কিবা এক নির্ভাবনার
পাগল প্রায় জীবনেরই ঘটাবে প্রকাশ ।