মহামূর্খরা এসেছে দেশে          যেন মহারাজাদের বেশে
             মূর্খ বানালো দেশের জনতাকেও ।
ছলে বলে ক্ষমতায় বসে          লুটতরাজ করলও কষে
             ধ্বংস করে ছাড়ল সমাজটাকেও ।

ধর্ম চেতনার নানা নামে           বিভেদ করতে ধরাধামে
             রাজনীতি নাম্নী ভুতের ঘাড়ে চরে ।
যদু মধু আর রাম সামে           কতইনা আকাম কুকামে
             যাদের জন‍্য বেশুমার মানুষ মরে ।

কুচক্রীতে হয় কি শান্তি           তাতে বাড়ে শুধু বিভ্রান্তি
             অথচ এছাড়া যে হয়না রাজনীতি ।
দিন দিন দেখি অশান্তি            জনমনেও এনেছে ক্লান্তি
             ধেয়ে আসছে শুধু কঠিন পরিণতি ।

মূর্খরাও যখন হয় নেতা           নারী হবেই বারোবণিতা
             জ্ঞানীগুনিরা আরও হবে অসহায় ।
জিম্মিই হবে শুধু জনতা           রবে নাতো সামাজিকতা
             শৃংখলা বজায় রাখা হবে যে দায় !

রচনাকালঃ- রাত ১০:২৬টা, বৃহস্পতিবার, ১৫ আষাঢ় ১৪৩০, ২৮ জুন ২০২৩, ব‍্যঙ্গালোর, ভারত ।