হয়ে গেলে তো বুড়ো ভাম
তবু আর কতকাল সেজে
থাকবে নাদান খোকা ?
সারাক্ষণ জঁপে সে-ই নাম
আর কতকালই বা শুধু
খেয়ে যাবে হে ধোঁকা ?
ওরা দিল না হয় কিছু দাম
তখন কিলবিলিয়ে উঠে
তোমার মাথার পোকা !
ওরে ও যদু মধু রাম সাম
সব জান্তার কর না ভান
তুমি আসলে মস্ত বোকা !
স্বজাতির রটাসনে বদনাম
শিরদাঁড়া খাড়া রেখে বন্ধ
কর প্রভুবিনা শির ঝোঁকা ।