ঘরে অনাহারে থাকলেও অনেকে
বিকায় না তার মান সম্মান ।
কিন্তু জনতার অর্থ লুটেরারা বরং
উল্টো হতে চায় নেতা মহান ।
পুরো বিশ্বব্যপী সবাই ঘৃণা ভরেই
তাদের বললেও চোর ।
তাতে তাদের মোটে শরম লজ্জা
নাই যেন সব শুয়োর !
জনতারটা লুটে জনতারই ভোটে
হয়েও যায় যে এমপি মন্ত্রী !
দেশের দণ্ড মুণ্ডের কর্তা বনে হয়
দেশ জাতি ধ্বংসেরও ষড়যন্ত্রী ।
কি আজব একটা প্রক্রিয়ার মধ্য
দিয়ে চলছে মোদের দেশটা !
এই বৃত্তের মধ্যেই ঘুরপাক খাচ্ছি
কেউ বদলানোর করি না চেষ্টা !
দেখতে দেখতে ও শুনতে শুনতে
এবং করতে সবে হয়েছি অভ্যস্ত ।
এর বাইরে ভাবার আর নাইরে কি
শক্তি, নাকি আমরা বিকারগ্রস্ত ?
আমরা ঠগী ঠকাই সবাইকে সবাই
কেমন অদ্ভূতুরে একটি জাতি !
কেউ ভাবি না কেন ভাবিনা হেথায়
বাস করে মোদেরই গুষ্টিজ্ঞাতি !
নিজে বাঁচলে বাপের নাম, যদি গো
চলি সবে এই ত্বত্ত্বে ভিত্তি করে ।
তবে দরকার কি আর সন্তান সন্ততি
জন্মায় এবং শিক্ষায় দীক্ষায় গড়ে ?
রচনাকালঃ- বিকাল ৪:৫০টা, বুধবার, ১৯ আষাঢ় ১৪৩১, ৩ জুলাই ২০২৪, মিরপুর, ঢাকা