মনে সর্বদাই প্রশ্ন জাগে
সবকিছু আজবও লাগে
আমরা কেন যেন এমন !
উচ্চশিক্ষিতের দাবীদার
জ্ঞানে গুনে মানিনা হার
স্বার্থের তরে করি কেমন !
কে ভালো কেইবা মন্দ
এ নিয়েই কত করি দ্বন্দ্ব
সব দিকে সমান সমর্থক ।
যতই করিনা কাড়াকাড়ি
বাদী বিবাদী বাড়াবাড়ি
শেষে দেখি সবি অনর্থক !
রচনাকালঃ- ১১:৪০টা, সোমবার, ৯ আষাঢ় ১৪৩০, ৬ মহরম ১৪৪৫,