নারীদের ক্ষমতায়ন হলেই নাকি
সর্বস্তরে বন্ধ হবে নারী নির্যাতন ।
হবেও না আর নারী পাচার ফিরে
পাবে সমধিকার হবেনা খুন ধর্ষণ ।
আহা ! আজ ঠিকই চলছে নারীর
দমন পীড়নের কি কঠোর শাষন !
কিন্তু কমেনি সেই সব কিছুই বরং
ধর্ষণের উপর হয় আশীর্বাদ বর্ষণ !
একি দেখি হায় ! নারীদলের গুণ্ডা
পাণ্ডারা অবাধে ধর্ষণ করে বেড়ায় !
না । ওদের নূন্যতম সাজাও হয়না
আকাশ কুসুমও সেই ফাঁসির রায় !
ধর্ষণে সেঞ্চুরি করে বিশ্ববিদ্যালয়
মাঝে উল্টো আরও মিষ্টি খাওয়ায় !
তবে হ্যাঁ, নারীর ক্ষমতায়নে কিছু
নারী মেতেছে বেশ বেলেল্লাপনায় ।
বাড়িতে গাড়িতে বিদেশ পাড়িতে
নারী নিগ্রহ বেড়েই চলছে অহরহ ।
চারিদিক বহুমাত্রিক ভাবেই চলছে
যেন নারী সম্ভোগের মহাসমারোহ ।
নারী নেত্রীদের ইশারায় নাকি নেতা
কর্তার জন্য বাড়ছে নারী সরবরাহ !
যেহেতু আমি কাপুরুষ নই সুপুরুষ
তাই আমারও বেড়ে যাচ্ছে গাত্রদাহ ।
কার্যকর কর ধর্ষকদের ফাঁসির রায়
আর দিওনা ওদের মোটেও আহ্লাদ ।
ওদের পৈশাচিক প্রাণগুলো নিপাতে
সানন্দ চিত্তে আমিই হবোরে জল্লাদ ।
তবে সমাজে আসবে শান্তি শৃংখলা
সুজনেরা সবে করবে ভীষণ প্রহ্লাদ ।
ন্যায় বিচার তো রক্তে আমার আমি
যে বিশ্ব নবীর (স) বিশ্বস্ত আওলাদ !