যখনই বুঝলাম এবং বুঝালে
আমি তোমার যোগ্য নয়
তখন গড়িয়েছে বহু সময়
আমিও হয়ে গেছি তুমিময়
এককার হয়েছি নিজেকে ভুলে..
আমার দেহকে ঝেড়ে ফেললে
সে তো সহজে করা যায়
কিন্তু আত্মাকে তো দায়
সে আছে তোমারই ছায়ায়
তোমারই কায়ায় আর ঐ দিলে ।
দেহটা ক্ষয়ে যাচ্ছে তিলে তিলে
অবুঝ আত্মা আছে তেমনি
তাকে তো বুঝানো যায়নি
সে কিছুই মানতে চায়নি
আমিও নিরুপায় সে শুনে না বলে ।
রচনাকালঃ- বেলা ১১:২৬টা, সোমবার, ২৯ মাঘ ১৪৩০, ১২ ফেব্রুয়ারী ২০২৪, কাশিমপুর, গাজীপুর ।