তোরা যতই লোভ দেখাও আমায়
তাতে হবো না আমি মত্ত ।
যতই ভয় দেখাও আমায় করতে
পারবেনা কভু করায়ত্ব ।
কোটি টাকার বিনিময়েও আমি যে
বিকোই না আমার স্বত্ব ।
কারো কোন অনুরোধে গিলবোনা
তোদের মনগড়া ওসব তত্ত্ব ।
এক আল্লাহ্ ছাড়া আমায় করাতে
পারবে না কারো দাসত্ব ।
মরার ভয় করি না তোরাও দিতে
পারবি না আমায় অমরত্ব ।
তাই তোদের ঐ দলে যোগ দিয়ে
আমি বরণ করবো না পশুত্ব ।
কারণ তোদের মতো স্বার্থান্ধদের
দলে আমি দেখিনি মনুষ্যত্ব ।
তার চেয়েও ঢের ভালো নিঃসঙ্গতা,
বরং পবিত্র রাখে এই একাকিত্ব ।
রচনাকালঃ- বিকাল ৫:৪৮টা, সোমবার, ২৭ আষাঢ় ১৪২৯, ১১ জুলাই ২০২২, মিরপুর, ঢাকা ।