শুধু তোমার ভালো দেখলে তো আমার
আর দিন চলবে না ।
কারণ আমি তোমার ভালো হলেই তো
আমায় সবাই ভালো বলবে না ।
আমাকে তাই তোমাকে ভালো লাগুক
আর না লাগুক তাতে কি !
তুমি কি আমার ইহকাল ও পরকালের
দায়িত্ব নেবে নাকি ?
জীবন আমার জীবনটাকে ইচ্ছে মতো
যাপনের আমার আছে অধিকার ।
তাতে কার কি ? কে হবে খুশি বেজার
তা দেখার আমার কি দরকার ?
তবে অবশ‍্যই আমি লঙ্ঘন করবো না
রাষ্ট্র সমাজ ধর্মের আদেশ নিষেধ ।
সৃষ্টি করবো না মানুষের মধ‍্যে মোটেও
কোন প্রকার দ্বন্দ্ব বিভেদ  ।
যেহেতু আমিও সৃষ্টির সেরা জাতিটার
মধ‍্যে একজন অনন্য সৃষ্টি  ।
তাই বিশ্বাস করি আমিও যে তুচ্ছ নয়
আমারও উপর আছে প্রভুর দৃষ্টি ।
কৃষ্টি তোমার যতই উকৃষ্ট হোক আর
তুমিও হও না যতই দামী ।
বাধ‍্য নইতো তোমার মন রক্ষা করে
চলতে আমার মতো চলবো আমি  ।


রচনাকালঃ- রাত ১১:৫১টা, মঙ্গলবার, ৩১ জানুয়ারি ২০২৩, মিরপুর, ঢাকা ।