স্বৈরশাসক দল, কত করে ছল
খাচ্ছে দেশটা লুটেপুটে...
শিক্ষিত বেকার, করে হাহাকার
মুটে বনেই বাঁচছে খেটেখুটে !  
তবু নাকি হচ্ছে অনেক উন্নয়ন  
বলছে কিছু জনগন, নাকি গাধা ?
আমার তাই লাগছে ভীষণ ধাঁধা !

বলি মুখ বুজে কত করবো সহ্য ?
চল করি ভাই এর প্রতিবাদ ।
ওরা বলে নানা, যাবো নাহ্ ভাই
বেশি না চাই জীবন হবে বরবাদ !  
আমি একা করতে চাই প্রতিবাদ
তবু আমাকেও দিচ্ছে শত বাঁধা !  
আমার তাই লাগছে ভীষণ ধাঁধা !

ওরা আরও বলে, তারা খাক না
সদলবলে, তোমার তাতে কি ?
আমি আকাশ থেকে পড়ি আরে
আজও এমন গাধা থাকে নাকি ?
তবে কি দেশটা ওদের বাপের ?
ওহো এরা কি দাসত্বের পুরোধা ?
আমার তাই লাগছে ভীষণ ধাঁধা !

এরা কি যে বুঝে না বুঝে, বুঝি
না তো আমি কোন কিছু ।
এরা বুঝি বুঝে শুধু জীবন তবে
ধন্য হবে ঘুরলে ওদের পিছু ।
বুঝি না, আমি বুঝি না ভাই কি
করে আর হবে যে এর সমাধা ?
আমার তাই লাগছে ভীষণ ধাঁধা !
আমার তাই লাগছে ভীষণ ধাঁধা !

রচনাকালঃ- রাত ১০:৪৭টা, রবিবার, ১৯ জৈষ্ঠ্য ১৪৩১, ২০২৪, মিরপুর, ঢাকা ।