আজব এই দুনিয়ায়
ঘুরে দেখলাম হায় !
নারীদের চেয়ে বেশী
পুরুষরাই অসহায় !
নারীরা পিতার কাছে
স্বামী সন্তানের কাছে
চাপমুক্ত থেকে তারা
বেশ ভালোই আছে ।
পুরুষ অপারগ হলে
সবাই যে মন্দ বলে
তার সকল জ্ঞানগুন
সবি যে যায় বিফলে ।
রোদ বৃষ্টি কিবা ঝড়ে
অক্লান্ত পরিশ্রম করে
নাহলে উপার্জন সব
অর্জন বৃথা তার তরে ।
শুধু অর্থ উপার্জনবিনা
পুরুষত্ব অনর্থক কিনা
অর্থের মানদণ্ডে তাই
পুরুষের ঠায় ঠিকানা !
শুন্য পকেটের পুরুষ
সমাজে আস্ত ফানুস
লাঞ্জনা গঞ্জনা বঞ্চনা
ভরা যে এক অমানুষ !
রচনাকালঃ- রাত ১১:৫১টা, বৃহস্পতিবার, ২২ আষাঢ় ১৪৩০, ৬ জুলাই ২০২৩, ব্যঙ্গালোর, ভারত ।