ভণ্ড প্রতারকদের আদর্শ নীতি আনুসরণে
আস্ত একটি সোনার দেশও হয় নিঁঃস্ব।
সেটা আবারও দেখলো সারা বিশ্ব ।
মানুষ মাত্রই থাকবে কিছু ভুলভ্রান্তি তাই
দিতেও পারে না শান্তি মনুষ্য চেতনা ।
সৃষ্টি করে বিভেদ বাড়ায় ফেৎনা ।
প্রমাণিতও হয়েছে তা যুগে যুগে বিশ্বের
কত সমাজ হয়েছেও সমূলে ধ্বংস ।
যা প্রায়শই হয়ে উঠেছে নৃশংস ।
ইতিহাসের পাতা ভরে আছে শুধু তারই
কালো অধ্যায়ের রক্ত রঞ্জিত বর্ণনায় ।
ওসব চেতনায় মুক্তি পাওয়া দায় ।
মানব রচিত আদর্শ চেতনা যাতনা দেবে
পদে পদে তাই স্রষ্টার ধর্মের পথ ধর ।
আর নয়তো ডোবায় ডুবে মর ।
রচনাকালঃ- রাত ১১:৫৬টা, সোমবার, ২৩ জৈষ্ঠ্য ১৪৩০, ৫ জুন ২০২৩, ব্যঙ্গালুরু, ভারত।