এতোটা সহজেই কি বুঝা যায়
মানুষের আচার আচরণ ?
তখনই প্রকাশ হয় আসল রূপ
তার অগত্যায় ধরলে চরণ !
মানুষ হয়েও মানুষের আচরণ
হয়না তো কখনোই জানা ।
পরিবেশ পরিস্থিতি পেরিয়ে না
এলে মানুষকে কি যায় চেনা ?
দুনিয়ার শত শিক্ষা দীক্ষা রয়ে
যাবে সবই প্রায় অসম্পূর্ণ ।
বিপদে আপদে মনুষ্য আচরণ
দেখে জ্ঞানবুদ্ধি হয় পরিপূর্ণ ।