রাতকে দিন বললেও জালেম নেতা
অন্ধভক্তরা একবাক্যে ঠিক বলে তা
এরা কারা, নেতার ভুলচুক না ধরে
হুক্কা হুয়া ডাকার এ কোন প্রবনতা ?
মানুষ মাত্রই হতে পারে না কি ভুল
কিন্তু না ওরা তাই প্রতিষ্ঠায় ব্যকুল
ভাবখানা যেন কোরআন-হাদিসেও
থাকতে পারে ভুল, নেতারা নির্ভুল ।
মনে প্রাণেও তারা তা করে বিশ্বাস
নেতাই যেন তাদের নিশ্বাস প্রশ্বাস
নেতার সাফাই না গাইলে রে ভাই
ওদের সবারই বুঝি হবে নরকবাস ।
নিঃসন্দেহে এরাই হলো জ্ঞানপাপী
হীনস্বার্থে এরা সীমা যায় যে ছাপি
দেশ জাতি ধ্বংসের এরাই আসল
কীট, মনুষ্যত্বের চূড়ান্ত বরখেলাপী ।
রচনাকালঃ- রাত ২:৫৮টা, শনিবার, ২১ শ্রাবণ ১৪৩০, ১৪ মহরম ১৪৪৫, ৫ আগষ্ট ২০২৩, ব্যঙ্গালোর, ভারত ।