নারী--
মানেই কোমল হৃদয়, অধিক কষ্ট সহিষ্ণু, মমতাময়ী,
ধৈর্য্যশীল, স্নেহশীল, যত্নশীল এমন সব বিশেষনেই
বিশেষায়িত হয়ে দুনিয়ায় তার কথা রয়েছে জারি ।

তাইতো;
ইতিহাসের পাতায় তন্নতন্ন করেও
খুঁজে পাওয়া যায় না এমন এক নারী...
যে কিনা একই সাথে মিথ্যা, ষড়যন্ত্র, আগ্রাসী,
অভিনয়, নষ্টামি, ভণ্ডামি, পরচর্চা, পরশ্রীকাতরতা,
গীবত, ফ্যাসাদকারীনি, হিংস্রতা, অভব্যতা, দাম্ভিকতা,
দস্যূতা, বর্বরতা, কঠোরতাসহ স্বেচ্ছাচারিতার সকল
মাত্রায় গেছে সীমা ছাড়ি ।

কিন্তু--
এ কোন নারী যার নির্দেশে কোমলমতি শিশুদের
উপর সব বাহিনীরা মিলে নির্বিচারে করে গুলি বর্ষণ ?
এ কোন নারী যার প্রিয় পৌষ্য বাহিনীরা নির্দ্বিধায়
করে চলেছে হাজার হাজার নারী শিশুকে গনধর্ষণ ?
এ কোন নারী যার রাষ্ট্র ক্ষমতা কুক্ষিগত করে
রাখতে গোটা জাতিকে গেলায় তার বিকৃত দর্শন ?
এ কোন নারী মানুষের রক্ত পানে যার বুদ্ধি জ্ঞানে
নিত্য লাশ ফেলতে চিত্তে তার প্রবল আকর্ষণ ?
এ কোন নারী যার সব আত্মীয় স্বজন হলেও দূর্নীতি
পরায়ণ তবু তাদের ক্ষমতায়নে চালায় আগ্রাসন ?

নাহ্ নেই,
এমন নারীর অস্তিত্বই ইতিহাসে নেই ।  
তবে কি আমরাই গড়তে যাচ্ছি সেই ইতিহাস ?
যে কি না আছে আমাদের মাঝেই...!
তাকে কেউ যেন থামাতেই পারছে না কোনভাবেই !
ব্যক্তিত্ববান, চরিত্রবান, সচেতন, ধার্মিক ব্যক্তিবর্গ ও
সুশীল সমাজ যেমন তাকে মানছে না কিছুতেই ।
তেমনি চাটুকার, চোর-বাটপার, ধান্দাবাজ, ভণ্ড-পাষণ্ড,
গুণ্ডা-পাণ্ডা, লুটেরারা সর্বদা রয়েছে তাকে ঘিরেই !  

অথচ,
তার নিজের যেমনটা রয়েছে জ্ঞান বুদ্ধি প্রজ্ঞার অভাব
তেমনটাই রয়েছে চরম স্বৈরাচারী কুটকৌশলী স্বভাব
তেমনটাই রয়েছে হিংসাত্মক আর বিধ্বংসী মনোভাব
তেমনটাই গড়ে তুলেছে জাতির শত্রুদের সাথে সদ্ভাব
তেমনটাই তার উপর রয়েছে ইবলিশ শয়তানের প্রভাব !

কাজেই,
ইচ্ছায় কিংবা অনিচ্ছায় আমরাও সাক্ষী হচ্ছি ইতিহাসে
তাই কেউ তাতে রবো লজ্জায়, কেউবা রবো পরিহাসে
যাই হোক নাই হোক সেই নারীর তাতে কি যায় আসে ?
এসব কথাই গুঞ্জরিত হচ্ছে আজ বিশ্বের আকাশে বাতাসে..


রচনাকালঃ- দুপুর ১২:৫৯টা, সোমবার, ১৪ শ্রাবণ ১৪৩১,
২৯ জুলাই ২০২৪, মিরপুর, ঢাকা ।