আমার জ্যান্ত অবস্থায়
দিনমান বল্লমের কে যেন আঘাত হানে কলিজায় !
আমার জ্যান্ত অবস্থায়
হৃদ পিণ্ডটা অহর্নিশ কে যেন বারবার ছিড়ে খায় !
হাত পাগুলোও এক এক করে ভেঙ্গে দিয়ে যায় !
তবু হায় ! আজও নাকি বেঁচে আছি এমতাবস্থায় !
স্বর্গীয় প্রেমের নামে, প্রায় সবাই জড়িত কুকামে !
কত কেলেঙ্কারি করেও চলে সসম্মানে ধরাধামে
আমি ভালোবাসাটা কিনেছিলাম জীবনের দামে
আজ যাকে হারিয়ে ভুগছি এমনই এক ব্যারামে ।
ভালোবাসা বাসিতে সবে পেয়ে হারিয়ে নির্বিকার
আমিই বুঝি একা পাগল দিচ্ছি কঠিন মূল্য তার
জানিনা ভালোবেসে মরে বেঁচে থাকা সম্ভব কার
কিভাবে কাটাই জীবন যদি এমতাবস্থা নিত্যকার ?
রচনাকালঃ- রাত ১১:৩৮টা, রবিবার, ১ মাঘ ১৪২৯,
১৫ জানুয়ারি ২০২৩, মিরপুর, ঢাকা ।
,