নিঃসঙ্গ কোকিল
আহবাব হাছনাত লাবিব।


নিঃসঙ্গ কোকিল বিষাদের গান করে,
তবে কি সুরেলা কণ্ঠ থাকে মনের ভেতরে।
বসন্তের দিন শেষে পাতা ঝড়ে পড়ে,
তবু আজ নিঃসঙ্গ তা প্রশস্ত প্রান্তর জুড়ে।
একাকীত্ব কড়া নাড়ে মনের দরজায়,
তবে তারে ঝাপসা দেখি স্বচ্ছ পূর্ণিমায়।