নিঃসঙ্গতা এক নীরব সুর,
যার শব্দ নেই, আছে কেবল অনুরণন,
শূন্য ঘরে ফেলে রাখা সময়ের মতো
সে পড়ে থাকে হৃদয়ের কোণে,
অলক্ষ্যে, অথচ স্পষ্ট।
রাত্রি আসে নক্ষত্রের আলো নিয়ে,
আমি বসে থাকি চাঁদের ছায়ায়,
স্মৃতির ছিন্ন পাতায় হাত রাখলে
হঠাৎ যেন হাওয়ায় ওড়ে বেদনাগুলো,
যেন কেউ ডেকে বলে,
তুমি একা, একদম একা।
নিঃসঙ্গতা শেকড় গাঁথে গভীরে,
শরতের বিকেলে উদাস হাওয়ার মতো
সে বয়ে চলে মনে,
অথবা নীরব সমুদ্রের ঢেউ হয়ে
ছুঁয়ে যায় শূন্যতা।
একাকীত্ব কি অভিশাপ?
নাকি একান্ত আশ্রয়?
কখনো মনে হয়,
এ এক অনন্ত সঙ্গী,
যার সাথে হারিয়ে যেতে পারি
এক অলিখিত গল্পের গভীরে…